৪০২ কেজি ওজন তুলে স্বর্ণপদক জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/12/2654407.jpg)
২০১৭ ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন (আিইডাব্লিউএফ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ইরানের জন্য আরেকটি স্বর্ণপদক এনে দিয়েছেন দেশটির ভারোত্তলোক আলি হাশেমি। মঙ্গলবার সকালে অ্যানাহেইম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সোনার মেডেল ঘরে তোলেন তিনি।
আইডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পুরুষদের ১০৫ কেজি ওজন শ্রেণিতে অংশ নেন আলি হাশেমি। এই বিভাগে তিনি ৪০২ কেজি ওজন তুলে স্বর্ণপদক লাভ করেন।
একই বিভাগে ৩৯৯ কেজি ওজন তুলে দ্বিতীয় হয়েছেন উজবেকিস্তানের ইভান ইফরেমোভ। এর আগে গত সেপ্টেম্বরে শেষ বারের মতো ইভান ইরানের হাশেমির মুখোমুখি হন। এই প্রতিযোগিতায় ইরানি প্রতিপক্ষকে পরাজিত করেছিলেন এই উজবেক ভারোত্তোলক।
গতকাল সোমবার ইরানের সোহরাব মোরাদি ৯৪ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি বিশ্ব রেকর্ড গড়ে সোনার মেডের জয় করেন। এ নিয়ে দুটি সোনার মেডেল ঘরে তুলল ইসলামি প্রজাতন্ত্র ইরান।
সূত্র: তেহরান টাইমস।