মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩ পরমাণু প্রকল্প উন্মোচন করবে ইরান: সফলতা বেড়েছে ৫০ ভাগ

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০১৭ 

news-image

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, রোববার ইরানের তিন পরমাণু প্রকল্প উন্মোচন করা হবে। পরমাণু ক্ষেত্রে ইরান ৫০ শতাংশ বেশি সফলতা অর্জন করেছে বলেও জানান তিনি।পার্সটুডের খবর।

এ তিন প্রকল্প উন্মোচনের অনুষ্ঠান ইরানের গাজভিন, আলবোর্জ এবং ইয়াজদ প্রদেশে অনুষ্ঠিত হবে। রোববার পরমাণু প্রযুক্তি দিবস পালন করছে ইরান এবং এ উপলক্ষে এ তিন প্রকল্প উন্মোচন করা হবে। মার্চে শেষ হওয়া গত ফার্সি বছরে পরমাণু ক্ষেত্রে ইরানের সফলতা তুলে ধরে একটি প্রদর্শনীও আজ শুরু হচ্চে।

তিনি আরো জানান, পূর্বেকার বছরের তুলনায় গত বছর ইরান পরমাণু ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি সফলতা অর্জন করেছে।