বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩৬ হাজার কিলোমিটার উপরে পাঠানো স্যাটেলাইট ক্যারিয়ার বানাবে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪ 

news-image
ইরান আগামী তিন বছরের মধ্যে একটি উন্নত স্যাটেলাইট ক্যারিয়ার তৈরি করবে। অত্যাধুনিক এই ক্যারিয়ার ভূ-স্থির কক্ষপথে স্যাটেলাইটগুলিকে পৃথিবী থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে স্থাপন করবে।
শনিবার ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের মহাকাশ ডিভিশনের কমান্ডার জেনারেল আলি জাফরাবাদি এই তথ্য জানিয়েছেন। তিনি দেশীয়ভাবে তৈরি ‘সোরায়া’ উপগ্রহের সফল উৎক্ষেপণকে স্বাগত জানিয়ে এই তথ্য জানান। এদিন ‘কায়েম-১০০’ স্যাটেলাইট ক্যারিয়ার দিয়ে পৃথিবীর নিকটস্থ কক্ষপথে (এলইও) উপগ্রহটি পাঠানো হয়।
আইআরজিসি এরোস্পেস ফোর্স কঠিন জ্বালানিচালিত তিন-স্তরের স্যাটেলাইট বাহক ‘কায়েম-১০০’ এর মাধ্যমে সফলভাবে সোরায়াকে ১১ মিনিটের মধ্যে পৃথিবীর ৭৫০ কিলোমিটার উপরে কক্ষপথে পাঠায়।
সূত্র: মেহর নিউজ