মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩৫তম তেহরান আন্তর্জাতিক বই মেলা পরিদর্শনে আয়াতুল্লাহ খামেনি

পোস্ট হয়েছে: মে ১৪, ২০২৪ 

news-image

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সোমবার সকালে ৩৫তম তেহরান আন্তর্জাতিক বই মেলা (টিআইবিএফ) পরিদর্শন করেন। ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ-মেহেদি ইসমাইলিসহ আরও কয়েকজন সাংস্কৃতিক কর্মকর্তা তার সফরসঙ্গী ছিলেন৷ খবর ইরনারI

প্রতিবেদনে বলা হয়, ইসলামী বিপ্লবের নেতা নেতা মেলা পরিদর্শনকালে প্রকাশকদের প্রতিনিধিদের সাথে সংক্ষিপ্ত কথোপকথন করেন। এসময় তারা এই শিল্প সম্পর্কে তাদের উদ্বেগগুলি নেতার সাথে ভাগাভাগি করেন। সেইসাথে তারা তাদের নতুন প্রকাশনার তথ্যও তাকে উপস্থাপন করেন।

তেহরান আন্তর্জাতিক বইমেলা বুধবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আড়াই হাজারের অধিক ইরানী প্রকাশকের পাশাপাশি ৬০টি বিদেশী প্রকাশক বইমেলার এবারের পর্বে অংশ নিয়েছে। মেলা সরাসরি এবং ভার্চুয়াল উভয় ফর্ম্যাটেই চলছে। সূত্র- তেহরান টাইমস