৩৫তম খোয়ারিজমি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বিজয়ীদের সম্মাননা
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/03/4084401.jpg)
৩৫তম খোয়ারিজমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড (কেআইএ) বিজয়ীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মাননা জানানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট রাইসির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের এই সম্মাননা জানানো হয়।
সোমবার তেহরানে অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ আলী জোলফিগোল এবং চীন, ইতালি ও ফ্রান্সের বেশ কয়েকজন ইরানি ও বিদেশী গবেষক উপস্থিত ছিলেন। এই ইভেন্টে সারা বিশ্ব থেকে গবেষক, উদ্ভাবক এবং উদ্ভাবকদের তৈরি অসামান্য বৈজ্ঞানিক কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়। নয়জন ইরানি এবং চীন, ইতালি এবং ফ্রান্সের তিনজন বিদেশী গবেষক সহ ৩৫তম খোয়ারিজমি আন্তর্জাতিক পুরস্কারের বিজয়ীদের প্রেসিডেন্ট রাইসি সম্মানিত করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।