৩৩টি গ্রহাণু আবিষ্কার করলেন ইরানি গবেষকরা
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২১

ইরানের গবেষকরা ৩৩টি গ্রহাণু আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক জাতিসংঘের কমিটির (সিওপিইউওএস) ৫৮তম বৈজ্ঞানিক বৈঠকে ইরান গ্রহাণুগুলো আবিষ্কার ও নিবন্ধনভুক্ত করার এই ঘোষণা দেয়। ভিয়েনায় বৈঠকটি চলমান রয়েছে।
বৈঠকে পৃথিবীর কাছাকাছি বস্তু (এনইও) পর্যবেক্ষণে ইসলামি প্রজতন্ত্র ইরান যেসব কার্যক্রম পরিচালনা করে সে সংক্রান্ত একটি বিবৃতি পড়ে শোনানো হয়। এতে ইরানের মহাকাশ সংস্থার কর্মকর্তারা ইরানি গবেষকদের দ্বারা ৩৩টি গ্রহাণু আবিষ্কার ও নিবন্ধনের ঘোষণা দেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।