৩০ হাজার বিদেশি নাগরিককে শিক্ষাদান করবে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3636226.jpg)
ইরানের সাক্ষরতা আন্দোলন সংস্থা দেশটিতে বসবাসরত ৩০ হাজারের অধিক নিরক্ষর বিদেশি নাগরিককে শিক্ষা দান করার পরিকল্পনা হাতে নিয়েছে। সংস্থাটির প্রধান শাপুর মোহাম্মাদজাদেহ এই পরিকল্পনার কথা জানান।
ইরানি বর্ষ ১৩৯৫ সালে (মার্চ ২০১৬ থেকে মার্চ ২০১৭) পরিচালিত এক শুমারি বলছে, ইরানে ১০ থেকে ৪৯ বছর বয়সী ২৬ লাখ নিরক্ষর জনসংখ্যা রয়েছে। যাদের ৩ লাখ ৬০ হাজার হচ্ছে বিদেশি নাগরিক।
মোহাম্মাদ রেজা বলেন, আমরা বছরে ৪ লাখ নিরক্ষরকে শিক্ষা দান করি।
২১ থেকে ২৭ ডিসেম্বর জাতীয় সাক্ষরতা সপ্তায় তিনি একথা বলেন। সূত্র: তেহরান টাইমস।