শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

৩০ লাখ ডোজ টিকা উৎপাদন শুরু করছে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২১ 

news-image

দেশীয়ভাবে তৈরি করোনা ভাইরাসের টিকা কোভিরান এর ৩০ লাখ ডোজ উৎপাদন শুরু করবে ইরান। ইমাম  খোমেইনি (রহ.) এর  নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের (ইআইকেও) প্রধান মোহাম্মাদ মোখবার এই তথ্য জানান।

ইরানের তৈরি প্রথম করোনা ভ্যাকসিন ‘কোভিরান বারাকাত’ এর মানবপর্যায়ে পরীক্ষার দ্বিতীয় ও তৃতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বলেন, ‘আমরা কোভিরান ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছি। আজ থেকে দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরু হলো।’

মোখবার জানান, ইআইকেও এর প্রতিমাসে ৩০ লাখ ডোজ কোভিরান টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। দ্বিতীয় ধাপে ইআইকেও ১ কোটি ২০ লাখ থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করবে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।