৩০ বিলিয়ন ডলার ফেরত পেল ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০১৬

ইরানের ওপর অবরোধ আরোপ ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার অংশ হিসেবে দেশটির যে অর্থসম্পদ বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে আটকে রাখা হয়েছে তা থেকে গত বছর ৩০ বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। পারমানবিক শক্তি গবেষণায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে বিতর্ক সৃষ্টির পর ইরানের ওপর অবরোধ ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর জাতিসংঘ ও পরাশক্তিগুলোর সঙ্গে দীর্ঘদিন আলোচনা শেষে অবরোধ প্রত্যাহারের পর ইরান তার আটকানো অর্থসম্পদ ফেরত পেতে শুরু করেছে।
ইরান ভারত, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের কাছে যে তেল রফতানি করেছিল সে বাবদ ওই ৩০ বিলিয়ন ডলার আটকে রাখা হয়। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন