মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

২৯ তেলক্ষেত্রে উৎপাদন বাড়াচ্ছে ইরান

পোস্ট হয়েছে: মে ৩০, ২০১৮ 

news-image

দেশ জুড়ে থাকা ২৯টি তেলক্ষেত্রে উৎপাদন বাড়াতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এলক্ষে উৎপাদন বৃদ্ধির একটি প্রস্তাবনা অনুমোদন করেছ দেশটির সরকার। সোমবার সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরির নেতৃত্বাধীন অর্থনৈতিক পরিষদের এক বৈঠকে উৎপাদন বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহাঙ্গিরির তথ্য মতে, ইরানে তেলের উৎপাদন বাড়ানো একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা, তেল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের তেলসমৃদ্ধ অঞ্চলগুলোতে উল্লেখযোগ্য ভাবে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে। সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন বাড়ানোর লক্ষে তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়ন কাজের ওপর গুরুত্বের সঙ্গে নজর দিয়েছে দেশটির তেল শিল্প।

ইরানের উপ তেলমন্ত্রী আলি কারদর জানান, ইরানের দৈনিক ৩ দশমিক ৯৫ মিলিয়ন ব্যারেল (বিপিডি) তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর মধ্যে রপ্তানি করা হবে প্রায় আড়াই মিলিয়ন বিপিডি। সূত্র তেহরান টাইমস।