শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

২৬তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাত ইরানি ছবি

পোস্ট হয়েছে: জুন ২, ২০২৪ 

news-image

ইরানের সাতটি চলচ্চিত্র ১৪ থেকে ২৩ জুন চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য ২৬তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এসআইএফএফ) অংশগ্রহণ করবে। ইরানি অংশগ্রহণকারী চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ফিচার, ডকুমেন্টারি এবং অ্যানিমেশন। সিনেমাগুলি উৎসবের বিভিন্ন বিভাগে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। মেহর নিউজ এই খবর দিয়েছে।

আহমেদ বাহরামি পরিচালিত “দ্য ওয়েস্টম্যান” গোল্ডেন গবলেট পুরস্কারের জন্য প্রধান প্রতিযোগিতা বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করবে।

সিনেমাটি স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, জাপান, বাংলাদেশ, ইতালি, জর্জিয়া, রাশিয়া, কাজাখস্তান এবং চীনের অন্যান্য ১৩টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে।

মাসুদ আমিনি তিরানির “থ্রি ডেজ, থ্রি মার্ডারস” এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে একমাত্র ইরানি চলচ্চিত্র ভারত, জাপান, রাশিয়া, কাজাখস্তান, ইতালি এবং চীনের ১০টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে।

ডকুমেন্টারি বিভাগে মারজান খোসরাভির “রিকুয়েম ফর এ ট্রাইব” আরও চারটি সিনেমার সাথে প্রদর্শিত হবে।

শিব সাদেগ আসাদির অ্যানিমেশন শর্ট ফিল্ম “অ্যাকুয়াটিক” এর শর্ট ফিল্ম বিভাগে এশিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত  হবে। সূত্র- তেহরান টাইমস