২৫ বিলিয়ন ডলারের প্রযুক্তি সেবা রফতানিতে সক্ষম ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০১৭

দেশিয় তথ্যপ্রযুক্তি বিকাশের দিক দিয়েও এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশের গণ্ডি পেরিয়ে দেশটি এখন বহির্বিশ্বেও নিজেদের উৎপাদিত প্রযুক্তি ও প্রকৌশল পণ্য ও সেবা সরবরাহে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে। এই ধরনের পণ্য ও সেবা রফতানি বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান।
বুধবার ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও’র একজন পরিচালক জানিয়েছেন, ইরানের পক্ষে প্রতি বছর প্রযুক্তি ও প্রকৌশল সেবা রফতানি করে ২৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করা সম্ভব। টিপিও’র জ্ঞানভিত্তিক সেবা এবং পণ্য রফতানি উন্নয়ন বিষয়ক পরিচালক মাহমুদ এসকান্দারি এই সম্ভাবনার কথা জানিয়েছেন।
তিনি আরও জানান, সরকারের প্রধান প্রধান পরিকল্পনার মধ্যে প্রযুক্তি ও প্রকৌশল পণ্য রফতানি বৃদ্ধি করা অন্যতম। এ লক্ষ্যে টিপিও তার প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন এনেছে এবং রফতানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করছে। সূত্র: তেহরান টাইমস।