২৫ ধরনের ক্যান্সার-প্রতিরোধক ওষুধ বানাবে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/12/2057054.jpg)
ইরানের বায়োটেকনোলজি ডেভেলপমেন্ট কাউন্সিল আগামী ২০২৫ সাল নাগাদ ২৫ ধরনের ক্যান্সার প্রতিরোধক ওষুধ ও ৪৩টি বায়োফার্মাসিউটিক্যালস তৈরির পরিকল্পনা করছে। কাউন্সিলের চেয়ারম্যান মোস্তাফা ঘানেয়ি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
বায়োটেকনোলজি ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান বলেন, কাউন্সিলের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কোম্পানিগুলো ২০২০ সাল নাগাদ ৪৩টি বায়োফার্মাসিউটিক্যালস ও ২৫ ধরনের ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন করবে।
তিনি জানান, বায়োটেকনোলজি অগ্রগতিতে মধ্যপ্রাচ্যে ইরান শীর্ষ অবস্থানে রয়েছে ও বিশ্বে র্যাঙ্কিংয়ে১০তম অবস্থান অর্জনের পরিকল্পনা হাতে নিয়েছে। একইসাথে ২০২৫ সাল নাগাদ আন্তর্জাতিক বায়োটেকনোলজি বাজারের ৩ শতাংশ দখলের পরিকল্পনা করছে বলে জানান এই কর্মকর্তা।
বায়োটেকনোলজি ডেভেলপমেন্ট কাউন্সিল খাদ্য শিল্প, পশু ও মানব ভ্যাকসিন, পশুচিকিত্সা, পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি, উন্নত ওষুধ এবং ফার্মাসিউটিকাল ইন্টারমিডিয়েটসের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে থাকে বলে জানান মোস্তাফা ঘানেয়ি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।