২৩টি পেট্রোক্যামিকেল প্রকল্প চালু করবে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৩, ২০২০

দক্ষিণ ইরানের আসালুয়েহ পেট্রোক্যামিকেল জোনে ২৩টি পেট্রোক্যামিকেল প্রকল্প চালু করার পরিকল্পনা চলমান রয়েছে। ইরানের একজন জৈষ্ঠ্য পেট্রোক্যামিকেল কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ন্যাশনাল পেট্রোক্যামিকেল কোম্পানির প্রকল্প পরিচালক আলি মোহাম্মাদ বোসসাঘজাদেহ বলেন, ইরানের পেট্রোক্যামিকেল শিল্পে বর্তমানে বিভিন্ন প্রকল্প নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে নিকট ভবিষ্যতে ২৩টি প্লান্ট আসালুয়েহ পেট্রোক্যামিকেল জোনে নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, ২১টি প্রকল্প আসালুয়েহ এর পর্ব-২ এ অবস্থিত। আর বাকি দুটি অবস্থিত কমপ্লেক্সটির পর্ব-১ এ। ইরানি এই কর্মকর্তা আরও বলেন, নিকট ভবিষ্যতে শিল্পের মূল্যবান চেইন সম্পন্নে জোনটি বড় ধরনের ভূমিকা পালন করবে।
বোসসাঘজাদেহ বলেন, পেট্রোক্যামিকেল শিল্প দেশের অন্যতম প্রধান শিল্প। এটি ইরানের অর্থনীতির বিভিন্ন খাতের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।