২১ হাজার সুবিধাবঞ্চিতের কাজের ব্যবস্থা করছে ইরানি দাতব্য সংস্থা
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২১

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ২১ হাজার মানুষের জন্য কর্মের ব্যবস্থা করবে ইরানের ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের অধিভুক্ত সংস্থা বারেকাত চ্যারিটি ফাউন্ডেশন।
এবছর সিস্তান-বালুচিস্তানে ৭ হাজার কর্মসংস্থান তৈরির প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। গেল ২১ মার্চ থেকে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। প্রকল্পটির কাজ শেষ হলে প্রদেশের সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোতে ২১ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানান দাতব্য সংস্থাটির কর্মসংস্থান উন্নয়ন বিষয়ক উপপ্রধান মোরতেজা নিয়াজি।
তিনি বলেন, ৭ হাজার কর্মসংস্থানের মধ্যে ১ হাজার ৬৫০ জনের কর্মসংস্থান বাস্তবায়ন হয়েছে এবং আরও ৫ হাজার ২শ জনের কর্মসংস্থান প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে ৩০০ পারিবারিক ব্যবসা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বরে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস