২১ দেশে চিংড়ি রপ্তানি করে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২৩
বর্তমানে ইরান বিশ্বের ২১টি দেশে চিংড়ি রপ্তানি করে। ইরান ফিশারিজ অর্গানাইজেশনের (আইএফও) চিংড়ি ও নোনাপানির জলজসম্পদ বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ওয়াহিদ মাদানি এই তথ্য জানান।
শনিবার তিনি বলেন, বিশ্বের যে পাঁচটি প্রধান দেশ লোনা পানি থেকে ইরানের চাষকৃত চিংড়ি আমদানি করে সেগুলো হলো রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, কাতার এবং তুরস্ক।
মাদানির তথ্যমতে, ইরানের চিংড়ি রপ্তানি গত বছর ৩৭ হাজার টন ছাড়িয়েছে। সূত্র: মেহর নিউজ।