বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

২১তম স্থান নিয়ে প্যারিস অলিম্পিক শেষ করলো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১২, ২০২৪ 

news-image

২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ১২টি রঙিন পদক নিয়ে পদক টেবিলে ২১তম স্থান লাভ করেছে ইরান।দেশটি অলিম্পিকের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য মোট ৪০জন অ্যাথলেট পাঠায়। এদের মধ্যে ইরানি তায়কোয়ান্দো অনুশীলনকারী এবং কুস্তিগীররা ভাল পারফরম্যান্স দেখাতে সক্ষম হন। রোববার মোট ১২টি পদক সংগ্রহ করে ২১তম অবস্থান দখল করে অলিম্পিক শেষ করে দেশটি।

ইরানের ৪ তায়কোয়ান্দো যোদ্ধার প্রত্যেকেই একটি করে পদক জিতেছে।মার্কিন যুক্তরাষ্ট্র আগের মতো প্রথম এবং চীন ও জাপান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে।

অলিম্পিকের ইতিহাসে ইরানের সেরা রেকর্ডটি ছিল লন্ডনে। অলিম্পিকের এই আসরে ৭টি স্বর্ণপদক নিয়ে ১১তম স্থান দখল করে ইরানিরা। সূত্র: মেহর নিউজ