২০২৭ সালের মধ্যে ১৪১ মিলিয়ন টন পেট্রোকেমিক্যাল উৎপাদন করবে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/01/Capture44444444444.jpg)
ইরান ২০২৭ সালে ৭ম পঞ্চবার্ষিক আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন পরিকল্পনা সমাপ্তির আগে ১৪১ মিলিয়ন টন পেট্রোকেমিক্যাল উৎপাদন করবে।
ইরানের তেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানির (এনপিসি) প্রধান নির্বাহী মোর্তেজা শাহ-মির্জাই সোমবার ‘পেট্রোকেমিক্যাল শিল্পের চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানের উপায়” শীর্ষক বৈঠকে একথা বলেন। তিনি বলেন, দেশের পেট্রোকেমিক্যাল শিল্পের বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৯০ মিলিয়ন টন। ২০২৭ সালে ৭ম পঞ্চবার্ষিক আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন পরিকল্পনার শেষ নাগাদ উৎপাদন বেড়ে দাঁড়াবে বছরে ১৪১ মিলিয়ন টন। শাহ-মির্জাই আরও জানান, দেশের পেট্রোকেমিক্যাল শিল্পের বর্তমান ফিডস্টক ৫২ টন। দেশে ৬৭টি পেট্রোকেমিক্যাল কোম্পানি ৬৫ মিলিয়ন টন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।