শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০২৭ এএফসি এশিয়ান কাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে ইরান

পোস্ট হয়েছে: মে ১, ২০২০ 

news-image

আগামী ২০২৭ সালে অনুষ্ঠেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এশিয়ান কাপ আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে ইরান। কাপটি আয়োজনে ইরান ইতোমেধ্যে তাদের প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার ইরানের ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানি ফেডারেশন টুর্নামেন্টটি আয়োজনের জন্য এএফসিকে আনুষ্ঠানিক প্রস্তাবপত্র জমা দিয়েছে।

১৯৭৬ সালের পর চতুর্বাষিক টুর্নামেন্টটি এই প্রথমবারের মতো আয়োজন করার বিষয়ে আশাবাদি ইরান। এরআগে দেশটি ১৯৬৮ ও ১৯৭৬ সালে দুবার মর্যাদাপূর্ণ কাপটির আয়োজন করেছিল এবং দু-দুবারই বিজয়ী হওয়ার সৌভাগ্য লাভ করে ।

ইরান ২০১৯ এএফসি এশিয়ান কাপের স্বাগতিক হওয়ার লড়াইয়ে যোগ দিয়েছিল। কিন্তু গতবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগেই নিজেদের প্রস্তাব ফিরিয়ে নেয় দেশটি। টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পায় সংযুক্ত আরব আমিরাত।

২০২৭ এএফসি এশিয়ান কাপ হবে এশিয়ার চতুর্বাষিক আন্তর্জাতিক পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।