২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৭, ২০২৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে উঠে গেল ইরান। একইসাথে এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭-এ টিকিট নিশ্চিত করেছে দলটি।
প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফিকেশন-রাউন্ড ২-এর গ্রুপ ই-তে তুর্কমেনিস্তানকে ১-০ গোলে পরাজিত করে ওই দুই প্রতিযোগিতায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে ইরান।
মঙ্গলবার আজাদি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়। আমির গালেনোইয়ের ছেলেরা ৫-০ ব্যবধানে জয়লাভ করে। এরআগে দিনের শুরুতে হংকংয়ের বিরুদ্ধে উজবেকিস্তান জয় লাভ করে। ফিফা বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করতে তাদের কেবল একটি জয়ের প্রয়োজন ছিল।
এই জয়ের মধ্য দিয়ে ইরান উজবেকিস্তানের সাথে বাছাইপর্বের পরের রাউন্ড এবং সৌদি আরবে ২০২৭-এ খেলার টিকিট নিশ্চিত করলো। উভয় দলই ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে। সূত্র: মেহর নিউজ