২০২৪ নারী ইনডোর হকি এশিয়া কাপে ওমানকে হারিয়েছে ইরান
পোস্ট হয়েছে: মে ১৪, ২০২৪

২০২৪ নারী ইনডোর হকি এশিয়া কাপে সোমবার ইরান ওমানকে ৮-০ গোলে হারিয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইরানের জিবা ইয়াহিয়াভি। কাজাখস্তান, নেপাল, ওমান এবং মালয়েশিয়ার সাথে পুল এ-তে প্রতিদ্বন্দিতা করছে দল মেল্লি।
মঙ্গলবার ভিয়েতনাম ও মালয়েশিয়ার মুখোমুখি হবে ইরান। পুল বি-তে রয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
২০২৪ নারী ইনডোর এশিয়া কাপের নবম আসর ১৩ থেকে ১৬ মে থাইল্যান্ডের চোনবুরিতে থাইল্যান্ড জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র- তেহরান টাইমস