শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০১৮ ‘আই-ম্যাথ’ জিতল ইরানের শিশুরা

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৮ 

news-image

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ‘আই-ম্যাথ’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইরানের শিশুরা। প্রতিযোগিতার তিনটি বয়স ক্যাটাগরি এ, বি ও সির সবগুলোতেই প্রথম স্থান দখল করেছে দেশটির শিশুরা। ইরানি বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

মালয়েশিয়ার আইডিয়াল কনভেনশন সেন্টার শাহ আলম জোন ডি তে ‘আই-ম্যাথ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৩০ শিশুর সমন্বয়ে গঠিত সবচেয়ে বড় টিম অংশ নেয় ইরানের।

আন্তর্জাতিক এই গণিত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, রাশিয়া, ইরাক, মালয়েশিয়া, ইরান ও চীনের প্রতিনিধিরা অংশ নেয়।

শিশুদের গণিতে দক্ষতা বাড়াতে ‘আই-ম্যাথ’ নামের এই প্রোগ্রামের আয়োজন করা হয়। স্কুল শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘আই-ম্যাথ’ সর্বাপেক্ষা কার্যকর গণিত কোর্স হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া ভারত, চীন, মালয়েশিয়া ও তাইওয়ানে গণিতের এই প্রোগ্রামটি সফলতার সাথে চালু রয়েছে। সূত্র: ইরান ডেইলি।