শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০১২ অলিম্পিকের নতুন স্বর্ণজয়ী ইরানের কাশেমি

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২০ 

news-image

লন্ডনে অনুষ্ঠিত ২০১২ অলিম্পিক গেমসের স্বর্ণ-পদক পেলেন ইরানের ফ্রিস্টাইল কুস্তিগীর কোমেইল কাশেমি।২০১২ লন্ডন অলিম্পিকে ১২০ কেজি ওজন-শ্রেণিতে ইরানের কাশেমি ও রাশিয়ার বিলইয়াল মাখোভকে যৌথভাবে স্বর্ণ-পদক দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। কিন্তু ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং নিশ্চিত করেছে যে, ওই বিভাগে একক স্বর্ণজয়ী হচ্ছেন কাশেমি।

মাখোভ পজেটিভ ড্রাগ টেস্টের ফলোশ্রুতিতে অস্থায়ীভাবে বহিস্কার রয়েছেন। তিনি নিয়েছেন রোপার মেডেল। সূত্র: তেহরান টাইমস।