বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০০৯ সালের নৈরাজ্য-বিরোধী গণবিক্ষোভের স্মরণে ইরানজুড়ে মিছিল

পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য ২০০৯ সালের ৩০ ডিসেম্বরের গণবিক্ষোভের স্মরণে শনিবার সারা ইরানে লাখ লাখ মানুষের মিছিল ও সমাবেশ হয়েছে।

২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ষড়যন্ত্রকারীরা ইসলামি শাসন-ব্যবস্থার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করতে রাস্তায় নেমে ব্যাপক গোলযোগ সৃষ্টি করে। পরে ইসলামি শাসন ব্যবস্থার সমর্থনে সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

ওই ঘটনার স্মরণে আজ ইরানের বিভিন্ন শহরে মিছিল হয় এবং তাতে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেন। এ উপলক্ষে রাজধানী তেহরানে ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ) এর মাজারে লোকজন সমাবেশ করেন।

২০০৯ সালের বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে ইমাম হোসেইন (আ) এর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানকেও ষড়যন্ত্রকারীরা অপবিত্র করে। বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে মাহদি কাররুবি ও প্রেসিডেন্ট পদের প্রধান প্রতিদ্বন্দ্বী মীর মুসাভি ছিলেন। সে সময় তারা দাবি করেন নির্বাচনে কারচুপি হয়েছে। ওই ঘটনার পর থেকে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার দায়ে দু ব্যক্তিকেই গৃহবন্দী রাখা হয়েছে। পার্সটুডে |