২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2025/02/4c92ed746b63612kwa8_800C450.jpg)
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ২০০০ কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচনের খবর দিয়েছেন। অ্যাডমিরাল তাংসিরি বলেন, “এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো স্মার্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ডিজাইন এবং তৈরি করা হয়েছে এবং এগুলো আগামী বছর উন্মোচিত হবে।” সেনাবাহিনী, আইআরজিসি এবং বাসিজ নৌবাহিনীর সহযোগিতায় ইরানের ২,২০০ কিলোমিটার উপকূলরেখাকে সশস্ত্র করার প্রচেষ্টা চালানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন: “এই উপকূলীয় অঞ্চলের উচ্চতা অনেক বিশাল এবং আইআরজিসির নৌ সরঞ্জামগুলো এই পার্বত্য এলাকার নীচে রাখা আছে যাতে বাঙ্কার ব্লাস্টার বোমা দিয়ে সেগুলোকে কেউ ধ্বংস করতে না পারে। পার্সটুডে/