শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

২০টি নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০১৮ 

news-image

ইরানের সংসদ ২০টি নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে অনুমোদন দিয়েছে। দেশটিতে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও একতরফা মার্কিন অবরোধের পরও বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে এধরনের উদ্যোগ যুগোপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরানের সংসদে এ অনুমোদনের আগে শ্রমঅধিকার, ম্যাক্রোইকোনমিক ইস্যু, রাজস্ব আদায়,বাণিজ্য ও বিদেশি মুদ্রায় লেনদেন পরিস্থিতি, বাণিজ্যে বিভিন্ন প্রকার বাধা অপসারণ, বন্দর ব্যবহারে জটিলতা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ইরানের সংসদ ৮টি মুক্ত বাণিজ্য অঞ্চল ও ১২টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের অনুমোদন দেয়।

এ অনুমোদনের পক্ষে ইরান সংসদে ভোট পড়ে ১২৭টি ও বিপক্ষে ভোট পড়ে ৫১টি ও ১০ জন সংসদ ভোটদানে বিরত থাকেন। মুক্ত বাণিজ্য অঞ্চলগুলো গঠন করা হবে গোলেস্তান প্রদেশের ইনচে বোরুন, ইলাম প্রদেশের মেহরান, আরদাবিল প্রদেশের আরদাবিল, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সিস্তান, কুর্দিস্তান প্রদেশের বেনেহ-মারিভান, হোরমোজগান প্রদেশের জাস্ক, বুশেহর প্রদেশের বুশেহর ও কেরমানশাহ প্রদেশের কাসর-ই-শিরিন’এ। ফিনান্সিয়াল ট্রিবিউন