২০টি দেশে ইরানের সাবান রফতানি
পোস্ট হয়েছে: নভেম্বর ২৭, ২০১৭

ইরান গত ৬ মাসে অন্তত কুড়িটি দেশে সাবান রফতানি করেছে। ৭ হাজার ৩শ’ ৫০ টন সাবান রফতানি বাবদ দেশটি আয় করেছে ৭.২ মিলিয়ন ডলার। আফগানিস্তান সিংহভাগ সাবান আমদানি করেছে ইরান থেকে। দেশটিতে ইরান সাবান রফতানি করেছে সাড়ে ৪ মিলিয়ন ডলারের। এছাড়া ইরাক, আজারবাইজন, তুর্কমেনিস্তান, কিরঘিস্তান, কাজাখস্তান, আর্মেনিয়া ও জর্জিয়ায় ইরান সাবান রফতানি করছে।
-ফিনান্সিয়াল ট্রিবিউন