১ কোটি ৬৮ লাখ ডোজ ভ্যাকসিনের অগ্রিম অর্থ পরিশোধ ইরানের
পোস্ট হয়েছে: জানুয়ারি ৭, ২০২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৬৮ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ক্রয়ের জন্য অগ্রিম অর্থ পরিশোধ করেছে ইরানের ইরানের কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার সেন্ট্রাল ব্যাংক অব ইরানের (সিবিআই) গভর্নর আব্দোলনাসের হেম্মাতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা দেন।
গভর্নর জানান, ১ কোটি ৬৮ লাখ ডোজ কোভ্যাক্স ভ্যাকসিন পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অগ্রিম অর্থ পরিশোধ করা হয়েছে। দুই ইরানি ব্যাংক ও তিন ইউরোপীয় ব্যাংকের সহযোগিতায় এই অর্থ ছাড় করা হয়েছে বলে তিনি জানান। সূত্র: তেহরান টাইমস।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনা ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক পরিকল্পনা করা হয়।