শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

১৮তম ইস্তাম্বুল গ্যাস্ট্রোনমি উৎসবে ইরানি বাবুর্চিদের সাফল্য

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২১ 

news-image

তুরস্কের ইস্তাম্বুলে ১৮তম ফেডারেশন অব ইন্টারন্যাশনাল কুজিন ডে-তে কয়েক ডজন পদক জিতে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার দ্বিতীয় স্থান দখল করেছে ইরানি বাবুর্চিরা।তুরস্কের ইস্তাম্বুলে ৭৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ১৮তম আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসব অনুষ্ঠিত হয়।উৎসব শেষে ইরানি বাবুর্চি ও পাচকরা রান্না ও মিষ্টান্ন দুটি বিভাগে ২৩টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জপদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেন।

উৎসবটি ২২ ডিসেম্বর শুরু হয়ে এবং ২৫ ডিসেম্বর শেষ হয়৷  সূত্র: মেহর নিউজ এজেন্সি।