১৪ দেশে করোনা প্রতিরোধ সরঞ্জাম পাঠাবে ইরানি কোম্পানি
পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০২০

ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো এ পর্যন্ত চারটি দেশে কোভিড-১৯ মোকাবেলায় মেডিকেল ও আত্ম-সুরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে এবং বর্তমানে আরও দশটি দেশে সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির কর্মকর্তা মেহদি কালেহনুয়েই বলেন, আমরা বাছাইকৃত ১৪টি দেশে এক মাস আগে চালান পাঠানো শুরু করেছি। তিনি আরও জানান, ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও কিরগিজস্তান ইতোমধ্যে করোনা সরঞ্জাম চালান গ্রহণ করেছে এবং অন্যান্য টার্গেট দেশগুলো শিগগিরই চালান গ্রহণ করবে। রোববার আইএসএনএ এই খবর দিয়েছে।
তিনি জানান, এসব দেশের মধ্যে কিরগিজস্থান মানবিক সহায়তার দ্বিতীয় চালান গ্রহণ করেছে। এতে রয়েছে আড়াই হাজার আইজিজি ও আড়াই হাজার আইজিএম শনাক্তকরণ কিট, ভেন্টিলেটর, ২৫ পালস অক্সিমিটার, ২ হাজার জীবাণুনাশক ও অন্যান্য পণ্য। সূত্র: তেহরান টাইমস।