শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

১৩ দেশকে স্বাস্থ্যসেবা দিচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২১ 

news-image

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১৩ দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। সংস্থাটির প্রধান কারিম হেম্মাতি এই তথ্য জানান।

বুধবার আইভরি কোস্টের স্বাস্থ্যমন্ত্রী ইউজিন একা-আউলির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

আইআরসিএস প্রধান জানান, বর্তমানে আজারবাইজান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, বলিভিয়া, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, ঘানা, কঙ্গো, কেনিয়া, লেবানন, মালি, নাইজার এবং ইকুয়েডরসহ ১৩ট দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মানবিক, ত্রাণ ও স্বাস্থ্য সেবা সহ ১৪টি মেডিকেল সুবিধা দেয়া হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।