১৩তম বাগদাদ সামরিক মেলায় ইরানের উপস্থিতি
পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২৫

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১৩তম বাগদাদ সামরিক নিরাপত্তা প্রদর্শনীতে অংশগ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে তাদের সর্বশেষ অর্জনগুলো প্রদর্শনীর ব্যবস্থা করেছে।
রোববার আনুষ্ঠানিকভাবে ১৩তম বাগদাদ সামরিক নিরাপত্তা মেলা উদ্বোধন করা হয়েছে। পার্সটুডে আরও জানায়, বিশ্বের ২৪টি দেশের বিভিন্ন কোম্পানি এই প্রদর্শনীতে সামরিক, নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের সর্বশেষ অর্জন ও পণ্যগুলো প্রদর্শন করেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ওই মেলায় অংশগ্রহণ করে স্থল, সমুদ্র, আকাশ, বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে তাদের অর্জনগুলো প্রদর্শন করেছে।
হুমকি মোকাবেলায় ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের প্রস্তুতি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর উপ-সমন্বয়কারী ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কোরবানি আজ বলেছেন: সেনাবাহিনী, সরকার ব্যবস্থার একটি শক্তিশালী শাখা হিসেবে, সফল এবং কার্যকর সামরিক পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশের যুদ্ধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা প্রস্তুতিকে সর্বোত্তম স্তরে উন্নীত করতে সক্ষম হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল কোরবানি গত বছর এই বাহিনীর নিরাপত্তা, আক্রমণাত্মক এবং মোবাইল মহড়াকে দেশের প্রতিরোধ ক্ষমতা বিকাশে কার্যকর ছিল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন: গত বছর সেনাবাহিনীর স্থল ইউনিট কর্তৃক সম্মানজনক এবং কর্তৃত্বকামী মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ওই মহড়া দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে এবং ইসলামী শাসনের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল।
পার্সটুডে/