বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

১২ ছবির সঙ্গে লড়বে ‘এ ম্যান অব ইন্টেগ্রিটি’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০১৭ 

news-image

৭০তম কান চলচ্চিত্র উৎসবের ‘উন সার্টেন রিগার্ড’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার বিজয়ী ইরানি চলচ্চিত্র ‘এ ম্যান অব ইন্টেগ্রিটি’ বেলজিয়াম চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে। ‘ফিল্ম ফেস্টিভেল জেন্টের’ প্রতিযোগিতা বিভাগে অন্যান্য ১২টি চলচ্চিত্রের সঙ্গে সেরা ছবির দৌড়ে অংশ নেবে ছবিটি।

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মাদ রাসুলফ পরিচালিত ‌’এ ম্যান অব ইন্টেগ্রিটি’ ৭০তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হয়। এবারের অনুষ্ঠিত কান আসরের‌’উন সার্টেন রিগার্ড’ ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। ফিল্ম ফেস্টিভেল জেন্টের এবারের ৪৪তম আসরে প্রতিযোগিতার জন্য বাছাই করা ১২টি ছবির মধ্যে ‘এ ম্যান অব ইন্টেগ্রিটি’ অন্যতম।

ছবিটি রাসুলফ পরিচালিত ষষ্ঠতম ফিচার চলচ্চিত্র। এতে রেজা নামের এক ব্যক্তির পরিণতি তুলে ধরা হয়েছে, যে সাধারণ ভাবে জীবন যাপন করে এবং সে একটি বেসরকারি কোম্পানির দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে।

চলচ্চিত্র উৎসবের এবারে ৪৪তম আসর ১০ অক্টোবর শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত। সূত্র: ইসনা।