১১ মাসে ৮ লাখ ৭৮ হাজার গাড়ি তৈরি করেছে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০১৬
ইরান গত ১১ মাসে পৌণে ৯ লাখেরও বেশি গাড়ি তৈরি করেছে। গত বছরের ২১ মার্চ থেকে এ বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত গত ১১ মাসে এসব গাড়ি তৈরি করা হয়। একই সময় আরো ৯৬ হাজার ৫০৮টি অন্য ধরনের যানবাহন তৈরি করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাসনিম। গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানগুলো গত ফার্সি বছরে যে পরিমাণ গাড়ি তৈরি করেছে তা আগের একই সময়ের তুলনায় ৫৩ ভাগ বেশি।
ইরানের অর্থনীতিতে জালানি খাতের বাইরে গাড়ি উৎপাদন খাত একটি বড় শিল্প খাত। যা দেশটির জিডিপির ১০ শতাংশ বহন করে। ইরান সরকারের বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করে গাড়ি উৎপাদন খাতে এধরনের প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে। বিশ্বে ইরান গাড়ি উৎপাদনে ১৮তম স্থান অধিকার করেছে। ইরানের গাড়ি তৈরি প্রতিষ্ঠানগুলো অন্য দেশের প্রখ্যাত গাড়ি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে গাড়ি উৎপাদন করছে।
দুটি গাড়ি উৎপাদন প্রতিষ্ঠান পেজুযেয়ট ও ইককো আগামী ৫ বছরে গাড়ি খাতে ৪’শ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। সূত্র: তেহরান টাইমস