১১৪ ইরানি উদ্ভাবনের আন্তর্জাকিভাবে নিবন্ধন লাভ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/09/Capture-44.jpg)
আন্তর্জাতিক পেটেন্ট অফিসে ইরানের ১১৪টি উদ্ভাবন পেটেন্ট অনুমোদন লাভ করেছে। ইরান পেটেন্ট সেন্টার (কানুন আইপি) এক ঘোষণায় জানিয়েছে, ইরান থেকে ১৮৮৪টি উদ্ভাবনের নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়। এর মধ্যে ১১৪টি পেটেন্ট অুনমোদন লাভ করে।
ইরানিয়ান সেন্টারের ওয়েবসাইটের তথ্যমতে, ১৮৮৪টি নিবন্ধন অনুরোধের মধ্য থেকে মূল্যায়ন পর্যায়ে ৩০৬টি আবেদন অনুমোদন লাভকরেছে। এসব আবেদনের মধ্যে আন্তর্জাতিক পেটেন্ট লাভ করেছে ১১৪টি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।