১১০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিল ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০১৭

১১০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিল ইসলামি প্রজাতন্ত্র ইরান। মঙ্গলবার ইরানের সংস্কৃতি ও ইসলামি নীতিমালা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়। ইরানের ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন দেশটির সংস্কৃতি ও ইসলামি নীতিমালা বিষয়ক মন্ত্রী রেজা সালেহি-আমিরি।
অনুষ্ঠানে ‘দ্য লাস্টিং মেমোরিয়াল’ শীর্ষক একটি বই প্রকাশ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ইরানের বুক হাউজ। সূত্র: তেহরান টাইমস।