১০ লাখ কর্মসংস্থানে ইরানে বরাদ্দ ৭৬ বিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০১৮

দশ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে ইরান আগামী বাজেটে ৭৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে। দেশটির সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর মুখপাত্র মোহাম্মদ বাকের নোবাখত বলেছেন, বাজেটে ম্যানুফ্যাকচার খাতে ৪.০৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে যার যোগান দেওয়া হবে জালানির মূল্য বৃদ্ধির মাধ্যমে প্রাপ্ত বাজেট উৎস থেকে এবং জাতীয় উন্নয়ন তহবিল থেকে ৩.৪৮ বিলিয়ন ডলার। এছাড়া এ বরাদ্দে ব্যাংক ঋণ হিসেবে দেওয়া হচ্ছে ৮.১৩ বিলিয়ন ডলার। পল্লি কর্মসংস্থান সহায়ক প্রকল্পের বরাদ্দ থেকে ১.৩৯ বিলিয়ন ডলার ওই বরাদ্দে যোগান দেওয়া হয়েছে।- ফিনান্সিয়াল ট্রিবিউন ।