বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন ইরানি অ্যাথলেট

পোস্ট হয়েছে: জুন ১৮, ২০১৭ 

news-image

ফ্রান্সের ট্র্যাকিনসান অ্যাথলেটিক্সে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন ইরানি স্প্রিন্টার হাসান তাফতিয়ান। বৃহস্পতিবার ফ্রান্সের কায়েন শহরের হিরুভিল্লে-সেইন্ট ক্লেয়ারে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ট্র্যাকিনসান অ্যাথলেটিক্সে হাসান তাফতিয়ান পুরুষদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক ২৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন।

এর আগে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৬০ মিটার দৌড়ে ইরানি এ স্প্রিন্টার সোনা জিতেন। এ টুর্নামেন্টে হাসান ৬ দশমিক ৫৬ সেকেন্ডে ৬০ মিটার দৌড় সম্পন্ন করেন।

এছাড়া তিনি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত ২০১২ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন। সূত্র: মেহের নিউজ।