হ্যানয় আন্তর্জাতিক উৎসবে ইরানের চার পুরস্কার
পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২৪
সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে বড় বিজয় ছিনিয়ে এনেছে ইরানি সিনেমা। উৎসবের মোট ১০টি পুরস্কারের মধ্যে চারটি পুরস্কারই জিতেছে ইরানি চলচ্চিত্র।
৭ থেকে ১১ নভেম্বর ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত উৎসবে সেরা ফিচার ফিল্ম, সেরা পরিচালক (ফিচার এবং শর্ট ফিল্ম) এবং সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে দুটি ইরানি চলচ্চিত্র। এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা।
উৎসবের সেরা ফিচার ফিল্মের সর্বোচ্চ পুরস্কার জিতেছে ইরানের ‘হার্ড শেল’ । একই ছবিতে অভিনয়ের জন্য মজিদ-রেজা মোস্তাফাভি সেরা পরিচালক এবং পেমান মাদি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
এছাড়া ‘টাইপসেটার’ এর জন্য সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক পুরস্কার জিতেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা নাসিম ফরো। সূত্র: তেহরান টাইমস