শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের মনোরঞ্জনে ইরানি শিল্পীদের যে উদ্যোগ

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০ 

news-image

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে স্বেচ্ছায় বাসাবাড়িতে অবস্থান করা নাগরিকদের মনোরঞ্জনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইরানি শিল্পীরা। এলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোশাহোনার নামে দেশব্যাপী একটি বিনোদনমূলক ক্যাম্পেইন চালু করেছেন দেশটির কয়েকশ শিল্পী। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে নাটকের অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও লেখকরা বলেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে প্রদর্শনের জন্য বিভিন্ন শিল্পকর্ম তৈরি করবেন। বাসাবাড়িতে থাকা আনন্দময় ও সহনীয় করে তুলতে তারা আগামী ১শ দিন এসব শিল্পকর্ম প্রদর্শন করবেন।

বিবৃতিতে বলা হয়, ‘‘গোটা ইরানের সব সেক্টরের শিল্পীরা আপনাদের সাথে আপনাদের বাসাবাড়িতে থাকবে। তারা ভয়, দুঃখ ও দুর্দশার দানবদের নতজানু করতে বাধ্য করবে।’’

বিবৃতিতে সই করেন, প্রবীণ ইরানি শিল্পী আলি নাসিরিয়ান, গোলামহোসেইন আমিরখানি, হাসান নাহিদ, পারভিজ পারাস্তুই, নাদের মাশায়েখি ও হুশাং কামকার। সূত্র: তেহরান টাইমস।