হেলিকপ্টার উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রযুক্তি অর্জন ইরানি সেনাবাহিনীর
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/03/3709229.jpg)
ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হেইদারি বলেছেন, বাহিনী হেলিকপ্টার উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য ও প্রযুক্তি অর্জন করেছে। বুধবার সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের এলিট ও মেধাবী সৈন্যদের স্থানীয় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান।
কমান্ডার বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স দেশব্যাপী এলিটদের ক্ষমতা ও সক্ষমতাকে স্বাগত জানায়। স্থলবাহিনী হেলিকপ্টার উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রযুক্তি অর্জন করেছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।