সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হেরাত নারী চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ইরানের আবিয়ার

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২০ 

news-image

আফগানিস্তানে অনুষ্ঠিত হেরাত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন ইরানি নারী চলচ্চিত্রকার নারগেস আবিয়ার। তিনি হেরাত চলচ্চিত্র উৎসবের এবারের ষষ্ঠ আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আবিয়ার একজন ইরানি চলচ্চিত্র পরিচালক, লেখক ও স্ক্রিনরাইটার। তিনি ‘ট্রাক ১৪৩’, ‘ব্রেদ’ ও ‘হোয়েন দ্যা মুন ওয়াজ ফুল’ এর জন্য সর্বাধিক পরিচিত। আবিয়ার ‘ট্রাক ১৪৩’ চলচ্চিত্রটি তৈরি করেছেন তারই লেখা উপন্যাস ‘থার্ড আই’ অবলম্বনে।  ছবিটিতে একজন নারী ও তার ছেলের যুদ্ধকালীন মুহূর্ত নিয়ে নির্মাণ করা হয়েছে। সমাজ, যুদ্ধ ও রেডিক্যালিজম দ্বারা নারীরা যেভাবে ভোগান্তির শিকার হচ্ছে মূলত আবিয়ারের চলচ্চিত্রে তার প্রতিচ্ছবি তুলে ধরা হয়।

সম্প্রতি প্রশংসিত এই ইরানি চলচ্চিত্র পরিচালক পাকিস্তানে নারী নেতা পুরস্কার ‘হুম ওমেন লিডার্স অ্যাওয়ার্ড (এইচডাব্লিউএলএ) ২০২০’ লাভ করেন। চলচ্চিত্রের মাধ্যমে নারী ও শিশুদের দুঃখ-দুর্দশা নিয়ে সচেতনতা তৈরিতে অবদান রাখায় তিনি এই পুরস্কার পান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।