শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

হেপাটাইটিস বি ও যক্ষ্মা টিকা রপ্তানি করবে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০১৭ 

news-image

জন্ডিস বা হেপাটাইটিস-বি এবং যক্ষ্মার টিকা রপ্তানি করতে যাচ্ছে ইরান। এ দুটি টিকা রপ্তানি করতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পাস্তুর ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট।

ইরানের টিকা উৎপাদন প্রসঙ্গে পাস্তুর ইনস্টিটিউটের প্রধান হোমান কাগহাজিয়ান বলেন, ‘একটি সমাজের স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে টিকা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি জানান, পাস্তুর ইনস্টিটিউট অন্যান্য দেশে হেপাটাইটিস-বি এবং যক্ষ্মার টিকা রপ্তানি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে।

আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা অন্য দেশগুলোতে ডকুমেন্ট ও স্যাম্পল পাঠিয়েছি। যদি এসব দেশে পণ্য দুটি অনুমোদন পায় তাহলে তারা টিকা উৎপাদন এলাকা পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠাবে।’

মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানের লক্ষ্য ২০৩৫ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী দেশের তালিকায় সেরা দশে থাকা। সূত্র: মেহের নিউজ।