মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

হেনরি দেগলেন গ্র্যান্ড প্রিক্সে ইরানের কুস্তি দলকে আমন্ত্রণ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩, ২০২০ 

news-image

ফরাসি গ্র্যান্ড প্রিক্স হেনরি দেগলেনে আমন্ত্রণ জানানো হয়েছে ইরানের ফ্রিস্টাইল ও গ্রেকো-রোমান কুস্তি দলকে। গ্র্যান্ড প্রিক্সের এবারের ৪৭তম আসর ফ্রান্সের নিসে ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ফরাসি রেসলিং ফাউন্ডেশন গ্র্যান্ড প্রিক্স হেনরি দেগলেনে অংশ নিতে ইরানি দলকে আমন্ত্রণ জানিয়েছে। ইভেন্টটি দশটি ওজন-শ্রেণিতে অনুষ্ঠিত হবে।

অলিম্পিকে স্বর্ণজয়ী ফরাসি অ্যাথলেট দেগলেনের নামে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। তিনি ১৯২৪ সালে প্যারিস অলিম্পিক গেমসে হেভিওয়েট বিভাগে ফ্রান্সের হয়ে স্বর্ণপদক জয় করেন। এছাড়া দেগলেন বিশ্ব ও ইউরোপীয় কুস্তি প্রতিযোগিতায় শিরোপা জয় করেন। ১৯৭৫ সালে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। সূত্র: তেহরান টাইমস।