শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হেনদুরাবি দ্বীপে পর্যটন অবকাঠামো নির্মাণ করছে ইরান

পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২১ 

news-image

পারস্য উপসাগরের পর্যটনসমৃদ্ধ কিশ দ্বীপের পশ্চিমে অবস্থিত হেনদুরাবি দ্বীপে পর্যটন অবকাঠামো নির্মাণ করবে ইরান। সোমবার কিশ ফ্রি জোন অরগানাইজেশনের পরিচালক গোলাম হোসেইন মোজাফফরি এই তথ্য জানান।

তিনি বলেন, কিশ দ্বীপের প্রায় এক চতুর্থাংশ জায়গা জুড়ে অবস্থিত হেনদুরাবি দ্বীপের রয়েছে দৃষ্টিনন্দন সৈকত ও প্রকৃতি। দ্বীপটিতে পর্যটন ও ইকোটুরিজম অবকাঠোমো গড়ে তোলার মূল্যবান সক্ষমতা রয়েছে। একই সাথে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক আকৃষ্টের বিশাল ক্ষমতা রয়েছে।  

মোজাফফরি বলেন, কিশ দ্বীপ করোনাভাইরাস মহামারির মধ্যেও ব্যাপক সংখ্যক পর্যটক উপভোগ করে। যেমন গত দুই মাসে আবাসিক হোটেলগুলোর ৯৮ ভাগ বেডই ভাড়া হয়েছে। এতে করে অঞ্চলের অনন্য যে পর্যটন সক্ষমতা রয়েছে তা ফুটে উঠেছে। সূত্র: তেহরান টাইমস।