মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘‘হৃদয়ের যে রক্ত হলো চুনিরত্ন’’ শীর্ষক বই প্রকাশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১ 

news-image

ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে ‘‘ হৃদয়ের যে রক্ত হলো চুনিরত্ন’’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে।ইসলামী বিপ্লবের আন্দোলনের দিনগুলোতে কারাবরণ ও নির্বাসিত জীবন সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী ( মুদ্দাযিল্লুহু ) এর স্মৃতিকথা নিয়ে প্রকাশিত বইটি সংকলন করেছেন ইরানি লেখক মোহাম্মদ আলী অযারশাব এবং এটি বঙ্গানুবাদ করেছেন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বালী। ইরানের ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার মানববিদ্যা ও ইসলামী শিক্ষার অনুবাদ ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় বইটি প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও রোদেলা প্রকাশনী ।

শৈশব থেকে মধ্য বয়সের জীবনকাহিনী এবং ইসলামী বিপ্লবের আন্দোলেনের দিনগুলোতে ইরানের তৎকালীন শাহ সরকারের নিপীড়নের স্মৃতি কথা নিয়ে রচিত মূল্যবান এই বইটি  ইরানে ইসলামী বিপ্লব সম্পর্কিত প্রকাশিত সর্বাধিক বিক্রিত বইগুলোর মধ্যে একটি ।১৫ অধ্যায়বিশিষ্ট এই মূল্যবান গ্রন্থে ইরানের সর্বোচ্চ নেতার চিন্তাধারা, আধ্যাত্মিকতা ও সংগ্রামী জীবনের নানা দিক ফুটে উঠেছে।ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতের তত্ত্বাবধানে প্রকাশিত বইটির সম্পাদনায় ছিলেন ড. এম আব্দুল কুদ্দুস বাদশা।