বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হৃদয়বিদারক ট্যাংকার দুর্ঘটনা: সর্বোচ্চ নেতার শোক

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০১৮ 

news-image

চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারের দুঃসাহসিক নাবিক ও তাদের পরিবার-পরিজনের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন,  নাবিকরা দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

গত ৬ জানুয়ারি ‘সানচি’ নামের এ ট্যাংকারটি এক লাখ ৩৬ হাজার টন তেল নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে সাংহাই উপকূলের ১৬০ নটিক্যাল মাইল দূরে হংকংয়ের একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত ট্যাংকারটি জ্বলতে জ্বলতে ডুবে যায়। তেল ট্যাংকারে থাকা ৩০ ইরানি ও দুজন বাংলাদেশী নাবিক মারা গেছেন। এরইমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও নাবিকদের মৃত্যু এবং জাহাজডুবির ঘটনায় আলাদা শোকবাণী দিয়েছেন। পাশাপাশি ১৫ জানুয়ারি সোমবার ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। – পার্সটুডে |