হু এর নিবন্ধন নিচ্ছে ‘কোভ-ইরান বারাকাত’ ভ্যাকসিন
পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২১
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (হু) নিবন্ধন নিতে যাচ্ছে ইরানের দেশীয়ভাবে তৈরি করোনাভাইরাসের টিকা ‘কোভ-ইরান বারাকাত’। শনিবার পাস্তুর ইন্সটিটিউট অব ইরানের (পিআইআই) একজন সহকারী অধ্যাপক এই ঘোষণা দিয়েছেন।
ড. আসগার আব্দুলি জানান, ইরানের প্রাথমিকভাবে দেশীয়ভাবে তৈরি টিকাটির নিবন্ধনের জন্য হুতে প্রয়োজনীয় সব নথি দাখিল করা প্রয়োজন। অতঃপর বৈজ্ঞানিক সকল দাবি ও নথির পক্ষে প্রমাণ উপস্থিত করতে হবে।
তিনি জানান, ‘কোভ-ইরান বারাকাত’ এর প্রি-ক্লিনিক্যাল বা প্রাণী পর্যায়ের পরীক্ষার ওপর প্রথম নিবন্ধ শিগগিরই প্রকাশ করা হবে। এরআগে মধ্য জুনে বায়োআরক্সিভ এ কোভ-ইরান বারাকাতের ওপর প্রথম নিবন্ধ প্রকাশ করে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।