বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

হুসাইন (আ.)’র সেই লক্ষ্যই সব মুমিনের লক্ষ্য হওয়া উচিত: ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৩ 

news-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইমাম হুসাইন (আ.)’র লক্ষ্যই সব মুমিনের লক্ষ্য হওয়া উচিত। তিনি যে লক্ষ্য নিয়ে জিহাদ করেছিলেন মুমিনদের উচিৎ সে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। ইরানের একদল শিক্ষার্থীর আরবাইন সংক্রান্ত চিঠির জবাবে এ কথা বলেন সর্বোচ্চ নেতা।

মহানবী (স.) এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.)’র শাহাদাতের চেহলাম বার্ষিকীকে আরবাইন নামে অভিহিত করা হয়। ইরানের একদল শিক্ষার্থী সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখে জানতে চেয়েছিলেন- কীভাবে আরবাইন উপলক্ষে ইমাম হুসাইন (আ.) এর মাজার অভিমুখী পদযাত্রাকে আরও উত্তমভাবে কাজে লাগানো সম্ভব?

ছাত্র-ছাত্রীদের এ সংক্রান্ত চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা লিখেছেন- ‘হে আমার প্রিয়ভাজনেরা, আপনাদের আরবাইনের জিয়ারত আল্লাহ কবুল করুন। এই পবিত্র পদযাত্রার সময় মনোযোগ নিবন্ধ করার এবং তাওয়াসসুলের সুযোগ হাতছাড়া করবেন না। সেইসাথে শহীদদের সর্দার (ইমাম হুসাইন আলাইহিস সালাম) এর জিহাদ এবং তাঁর লক্ষ্য নিয়ে চিন্তা-ভাবনার সুযোগ কাজে লাগান। এই লক্ষ্যটাই প্রত্যেক মুমিনের লক্ষ্য-উদ্দেশ্য হওয়া উচিত। শহীদদের সর্দারের যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য-উদ্দেশ্যের পথে যাতে অবিচল থাকতে পারেন সে জন্য আল্লাহর কাছে দোয়া করুন।’

মহানবী হজরত মুহাম্মাদ (স.)’র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.)’র মাজার ইরাকের কারবালায় অবস্থিত। ইমামের শাহাদাতের চেহলাম বা চল্লিশার বার্ষিকী সামনে রেখে এখন সেখানে প্রতি মুহূর্তে বাড়ছে মানুষের ভিড়। /পার্সটুডে/