হিরোশিমায় ইরান লাভ অ্যান্ড পিস ফিল্ম ফেস্টিভাল
পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৯
জাাপানের হিরোশিমায় ‘ইরান লাভ অ্যান্ড পিস ফিল্ম ফেস্টিভালে’ অংশ নিলো ইরানের ছয়টি ছবি। চলচ্চিত্র উৎসবের এবারের ষষ্ঠ আসর ২৪ জুন শুরু হয়। উৎসবের পর্দা নামে ৩০ জুন।
আয়োজকেরা জানিয়েছেন, ইরান লাভ অ্যান্ড পিস ফিল্ম ফেস্টিভালে যেসব ছবি দেখানো হয়েছে তার মধ্যে নির্মাতা বাহারাম তাভাক্কোলির ‘দ্যা লস্ট স্ট্রেইট’, মেহদি জাফরির ‘দ্যা ২৩’, কামাল তাবরিজির ‘লেইলি ইজ উইথ মি’ ও রেজা মাকসুদির ‘ডন্ট বি এমবারেসড’ অন্যতম।
মোস্তফা কিয়াইয়ের ‘ইস্তান্বুল জাঙ্কশন’ ও বেহরুজ মোয়েইবির ‘অ্যাক্সিং’ উৎসবে দেখানো হয়। এছাড়া শিনিচিরো কিমুরা পরিচালিত জাপানি অ্যানিমেশন ছবি ‘জুনোদ’ প্রদর্শিত হয়েছে।
ইভেন্টে অভিনেতা পারভিজ পারাসতুই ও শবনাম মোকাদ্দামি, পরিচালক মেহদি জাফরি ও বেহরুজ মোয়েইবি এবং প্রযোজক হাবিব ভালিনেজাদের সমন্বয়ে গঠিত একটি ইরানি প্রতিনিধি দল যোগ দেন। উৎসবের ফাঁকে অনুষ্ঠিত মিটিং ও কর্মশালায় তারা অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।